সরকারি পর্যায়ে বৈঠক করার জন্য ঢাকায় এসেছেন ভারতীয় পরিচালক মুকেশ ভাট ও রমেশ সিপ্পি। ৫ অক্টোবর ঢাকায় আসেন হিন্দি ছবির এই দুই নির্মাতা। তথ্যমন্ত্রণালয়ের আমন্ত্রণেই তাদের এই সফর। সে দিন সন্ধ্যায় ঢাকা ক্লাবের একটি অনুষ্ঠানে যোগ দেন রমেশ ও মুকেশ।
সেখানে এই দুই পরিচালকের সঙ্গে যোগ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিটিভির মহাপরিচালক আসাদ মান্নানসহ প্রযোজক নেতারা। এর সঙ্গে ছিলেন দেশিয় তারকা, কুসুম শিকদার, সিমলা, শিরীন আক্তার, জাহিদ হাসান, মৌ, নতুন, আঁখি আলমগীর,সায়মন, পরীমণি সহ অনেকেই।
তারকারা সেই পার্টির ছবি প্রকাশ করেন ফেসবুকে। ছবিতে দেখা যায় সন্ধ্যার সেই পার্টিতে ছিল মদ। এবং অনেক তারকার সামনেই দেখা যায় মদের গ্লাস। শুধু তাই না এই পার্টিতে ছিলেন এমন একজন জানান, আমাদের অভিনেতা এবং অভিনেত্রীদের অনেকেই ঐ পার্টিতে মদ্যপান করেন।
এ বিষয়ে অনেকেই বলছেন, ভারতীয় অতিথির জন্যই যদি এই মদের ব্যবস্থা করা হয়, তাহলে বিষয়টি আমাদের দেশি তারকাদের এমন প্রকাশ্যে আনার দরকার ছিল না।