২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১১:০৬
‘ভাত গলা দিয়ে নামছে না’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মার্চ, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘এত শোকের মধ্যে ভাত খামু কেমনে ভাই, ভাত তো গলা দিয়ে নামছে না’- ভাতের থালা নিয়ে কথাগুলো বলছিলেন তুলি বেগম।

তুলি বেগম লঞ্চ দূর্ঘটনার ঘটনায় তার দুইজন স্বজন হারিয়েছেন।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মুন্সিগঞ্জগামী লঞ্চ এম এল আশরাফ উদ্দিন দূর্ঘটনার ঘটনায় সর্বশেষ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ডুবে যাওয়া লঞ্চটিও।

এদিকে লঞ্চডুবির পরপর প্রাণে বেঁচে ফিরেছেন অনেকেই। লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলো বলে বেঁচে ফেরা কয়েকজন জানিয়েছেন।

গতকাল লঞ্চ ডোবানো সিটি গ্রুপের মালিকানাধীন ঘাতক কার্গো রুপসী-৯ কয়েকজন নাবিক সহ আটক করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় পৃথক ৩ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) বিকাল ৪ টা পর্যন্ত আরও নিখোঁজ রয়েছেন অন্তত ৩ জন।

লঞ্চ ডুবিতে উদ্ধারকৃত মরদেহের মধ্যে যাদের নাম-পরিচয় জানা গেছে তারা হলেন, মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকার দ্বীন ইসলামের স্ত্রী আরিফা বেগম ও দুই বছরের শিশু সন্তান সাফায়েত। এছাড়া শহরের উত্তর ইসলামপুরের ড্রেজার ব্যবসায়ী জয়নাল ভূঁইয়া, গজারিয়া উপজেলার ইসমানিচর গ্রামের স্মৃতি রানী রাজবংশী। স্মৃতি রানী মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের এইচএসসি পরিক্ষার্থী ছিল। তবে এখনও নিখোঁজ রয়েছে ছোট বোন ৩ বছরের আরোহী রানী রাজবংশী।

error: দুঃখিত!