মুন্সিগঞ্জ, ২ এপ্রিল, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে ঘিরে দেশের বিভিন্নস্থানে কয়েকটি বাম দলসহ হেফাজতে ইসলামীর বিক্ষোভের মধ্যে বিভিন্ন স্থানে হামলা, ভাংচুর ও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মুন্সিগঞ্জে মানববন্ধন হয়েছে।
আজ শুক্রবার (২ এপ্রিল) বেলা ১২ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে প্রেসক্লাব ভাঙচুর ও সংবাদকর্মীদের ওপর হেফাজতের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, হেফাজতের নেতাকর্মীরা দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। পেশাগত দায়িত্বপালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা করেছে হেফাজতের নেতাকর্মীরা। ভাঙচুর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে হবে। এসময় হেফাজতে ইসলামের সাংগঠনিক সংবাদ বর্জনের ডাকে সাড়া দেওয়ার আহবান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সাংবাদিক জসিম উদ্দিন দেওয়ান, আবু সাঈদ সোহান, মাসুদ রানা, শেখ রতন, সুমন ইসলাম, তানজিল হাসান, জুয়েল রানা,নাদিম হোসাইন, সাজ্জাদ হোসেন প্রমুখ।