মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষ্যে ব্রাজিল সমর্থক সাংবাদিক বনাম আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ লাইনস মাঠে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন। আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুমন দেব ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম।
৪০ মিনিটের খেলায় ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের জয় হয়।
প্রথমার্ধ্বে ১ গোল নিয়ে এগিয়ে ছিলো আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধ্বে পেনাল্টিতে ১ গোল নিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনে ব্রাজিল। পরে আরও একটি গোল করে খেলার নির্ধারিত সময় শেষে নিজেদের বিজয় নিশ্চিত করে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকরা।
আর্জেন্টিনার হয়ে দুইটি গোলই করেন দৈনিক সময়ের আলোর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জুয়েল রানা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার রেফারি আওলাদ হোসেন। লাইন্সম্যান হিসেবে ছিলেন, মো. জামাল হোসেন ও মো. বাসেদ।
ব্রাজিল সমর্থক সাংবাদিকদের টিমে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা ও সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল। অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক সাংবাদিকদের টিমে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন ও সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা।
ব্রাজিল সমর্থক একাদশে অংশগ্রহণ করেন- মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মু. আবু সাঈদ সোহান, সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন সজল, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাবেক সহ সভাপতি মাসুদুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শেখ মো. শিমুল, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম, ক্রীড়া সম্পাদক সুজন পাইক, প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. আব্দুস সালাম, সাবেক কার্যকরী কমিটির সদস্য লাবলু মোল্লা, সাবেক দপ্তর সম্পাদক ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি হাসান জুয়েল, প্রেসক্লাবের সদস্য সাইদুর রহমান টুটুল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মোহাম্মদ ফয়সাল হোসেন, যমুনা টেলিভিশনের মুন্সিগঞ্জ প্রতিনিধি আরাফাত রায়হান সাকিব, আমার বিক্রমপুরের সম্পাদক শিহাব আহমেদ, দৈনিক রজত রেখার মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মো. সবুজ, দৈনিক সকালের খবরের জেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক বাংলাদেশ পোষ্টের প্রতিনিধি মো. রুবেল।
আর্জেন্টিনা সমর্থক একাদশে অংশগ্রহণ করেন- মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি রাসেল মাহমুদ, সহ সভাপতি গোলজার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রতন, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, সাবেক কার্যকরী সদস্য আতিকুর রহমান টিপু, সদস্য ফরিদুল হাসান, সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুয়েল রানা, বাংলা টিভির জেলা প্রতিনিধি রুবেল মাদবর, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি কায়সার সামির, সাংবাদিক মো. ফরহাদ, ফটোসাংবাদিক রাজিব বাবু, সাকিব হোসেন বাপ্পি।
এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সেতু ইসলাম, সাবেক সহ সভাপতি সুজন হায়দার জনি, বিটিভির জেলা প্রতিনিধি ফারহানা মির্জা, সাবেক কার্যকরী সদস্য মইনউদ্দিন সুমন, সাবেক প্রচার সম্পাদক আরাফাতুজ্জামান বাবু প্রমুখ।