১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৪৪
ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজী হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজীকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী কবির খালাসী, জজ মিয়া খালাসী ও নাহিদ খালাসীসহ সকল আসামির বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের স্বজনরা।

শনিবার (২৫ জুন) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বারহাতিয়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে এনায়েতনগর সাহেব বাজার যায়।

বিক্ষোভ মিছিলে সকল আসামির বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে নিহত উজ্জল মিয়াজীর স্বজন সোহান বলেন, গত ৪ মে (বৃহস্পতিবার) রাতে একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে নিজ শ্বশুরবাড়ি এলাকা চাঁদপুরের মতলব উত্তরে যান ব্যবসায়ী উজ্জ্বল
মিয়াজি।

ওই রাতে মতলব উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলে সেখানে হঠাৎ এসে ফাঁকা গুলি ছোড়ে স্থানীয় নৌ ডাকাত
কবির খালাসি সহ আরও ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত।

এ হত্যাকাণ্ডের পরদিন উজ্জল মিয়াজীর বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী বাদী হয়ে চাঁদপুরের মতলব উত্তর থানায় মামলা করেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, কবির খালাসি চক্র এলাকার নৌ ডাকাত হিসেবে পরিচিত। তারা খুন-খারাবি, দখলবাজি, চাঁদাবাজিসহ অপকর্মে লিপ্ত।

বিক্ষোভ মিছিলে সোহান, বিজয়, কামাল, মুরাদ চৌধুরী, নাছির, মেহেদী হাসান, ডোনেল, রাব্বানী, সাইফুল ইসলাম, পারভেজ, ফাঈম, নিহত উজ্জ্বল মিয়াজীর বন্ধু ও সহকর্মীরা উপস্থিত ছিলেন।

error: দুঃখিত!