মুন্সিগঞ্জ, ২৯ নভেম্বর, ২০২২, নাজির হোসেন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় সদর হাসপাতাল রোডের বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজ্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবের লাইসেন্স নবায়ন না থাকায় ল্যাব ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে সাময়িকভাবে সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বেস্ট মেডিকেল সার্ভিস নামের ঐ প্রতিষ্ঠানে অভিযান চালায় মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজ্ড ডায়াগনস্টিক সেন্টার নামের ঐ প্রতিষ্ঠানটি তাদের ল্যাবের লাইসেন্স নবায়ন ছাড়াই দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগের পরীক্ষা করে আসছিলো।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সোহাগ হাসান বলেন, আমরা ৫/৬টি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করি। এ সময় বেস্ট মেডিকেল সার্ভিস কম্পিউটারাইজ্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব ব্যবহারের লাইসেন্স নবায়ন না থাকায় ল্যাবটিকে সাময়িক সিলগালাসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে লাইসেন্স নবায়ন করলে ল্যাবটি খুলে দেওয়া হবে।