৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৭:৩২
বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে হরগঙ্গা কলেজের ছাত্রের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে মারা গেছেন সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র রিয়াজ উদ্দিন ঢালী (২১)। সে ছাত্রলীগের নিয়মিত কর্মী ছিলো।

গতকাল রোববার (১৫ আগস্ট) মুন্সিগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের শেহেরকান্দি এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় রিয়াজ উদ্দিন ঢালী‘র দুটি পা ভেঙে যায় এবং মাথায়ও প্রচন্ড আঘাত লাগে বলে জানান মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শৈবাল বসাক।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় ঐ যুবককে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই সে মারা যান। নিহত যুবকের বাড়ি মুন্সিগঞ্জ পৌরসভার উত্তর ইসলামপুর এলাকায়। সে ঐ এলাকার মোতালেব ঢালীর ছেলে।

নিহতের পরিবার জানায়, বিকেলে রিয়াজ মোটরসাইকেল চালিয়ে উত্তর ইসলামপুর থেকে মামার বাড়ি একই উপজেলার খাসেরহাট যাচ্ছিল। সন্ধ্যা ৬টার দিকে শেহেরকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় রিয়াজ রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

error: দুঃখিত!