৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:৪১
বেনজেমার বিরুদ্ধে সেক্স টেপ দিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

ফ্রান্সের জাতীয় দলের খেলোয়াড় মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’দিয়ে ব্ল্যাকমেইল করার ঘটনায় সতীর্থ করিম বেনজেমার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বেনজমাকে গত বুধবার ভের্সাইয়ের পুলিশ স্টেশনে নেওয়া হয়। আর বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।

পুলিশ তদন্ত করে দেখছে, ভালবুয়েনার থেকে অর্থ আদায় করার বিষয়ে বেনজেমা কী ভূমিকা রেখেছিলেন।

 

একটি সূত্র ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে জানায়, বেনজেমা জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ২৭ বছর বয়সী এই তারকা তদন্তকারীদের জানান, ছেলেবেলার এক বন্ধুর হয়ে ভালবুয়েনার কাছে গিয়েছিলেন তিনি।

ফ্রান্সের গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, গত অক্টোবরে আর্মেনিয়া ও ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় দলের অনুশীলনের সময় বেনজেমা টেপটি ভালবুয়েনার নজরে আনেন। বেনজেমা ভালবুয়েনাকে বন্ধুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছিলেন, নাকি ব্ল্যাকমেইলারদের অর্থ দিতে চাপ দিচ্ছিলেন; এটা অবশ্য পরিষ্কার নয়।

সরকারি আইনজীবীরা নিশ্চিত করেছে, বেনজেমা এখন আনুষ্ঠানিক তদন্তের আওতায় আছেন।

এখন বিচারক ঠিক করবেন, বেনজেমার বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট প্রমাণ আছে কিনা।

error: দুঃখিত!