ঘড়ির কাঁটা ১২টার পর পরই শুরু হয় শোকাবহ আগস্ট মাস।
পঁচাত্তর পরবর্তী সময়ে প্রতিটি বছরই আগস্ট এলেই শোকাচ্ছন্ন হয়ে পড়ে গোটা বাঙালি জাতি।
আগস্ট মাস বাঙালি জাতির জীবনে শোক ও বেদনার মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয় এবং আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা চালিয়ে বহু নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল এ মাসেই।
মাসটিকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ রাখতে মুন্সিগঞ্জ জেলা শহরে প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বালন, আলোর মিছিল, শপথ গ্রহণ ও জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচী পালন করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যডভোকেট মৃণাল কান্তি দাস।
আজ বুধবার (৩১ জুলাই) রাত ১২ টা ১ মিনিটে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট এলাকায় এই কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যডভোকেট গোলাম মাওলা তপন, সাবেক সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গোলাম রসুল সিরাজী রোমান, জেলা পরিষদের সদস্য ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, পৌরসভার কাউন্সিলর জাকির হোসেন, প্রমুখ।