মুন্সিগঞ্জ, ৩১ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের মা বেগম ফজিলাতুন্নেছা মহিউদ্দিনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার মেয়রের আয়োজনে কোরআন খতম, মিলাদ ও পৌরসভার ২২টি মাদ্রাসার ৪হাজার শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
এসময় মেয়র বিপ্লবের মায়ের রুহের মাগফিরাত কামনা করে স্থানীয় গন্যমান্যব্যক্তি, রাজনীতিক, আত্মীয়-স্বজন, দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মরহুম বেগম ফজিলাতুন্নেছার স্বামী মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল কবির মাস্টার, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর থানার সভাপতি সুরুজ মিয়া প্রমুখ।
২০১৫ সালের ৩০ জানুয়ারি ৬৭ বছর বয়সে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম ফজিলাতুন্নেছা মৃত্যুবরণ করেন।