৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:০২
Search
Close this search box.
Search
Close this search box.
বৃক্ষ রোপণের অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করলেন সদর চেয়ারম্যান আনিছুজ্জামান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩১ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

দেশের প্রতিটি এলাকায়, আনাচে-কানাচে খালি জায়গায় বৃক্ষ রোপণের আহবান জানিয়ে সাধারণ মানুষের মাঝে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও আশ্রয়ণ প্রকল্পে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এসময় সদর উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪০০, মাধ্যমিকে ৩০০ ও ৬টি আশ্রয়ণ প্রকল্পে ৩০০ ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিফা খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মেদ রেজা আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা খানম ও শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মৃধা।

error: দুঃখিত!