১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৫৭
বুদ্ধিজীবী দিবসে বধ্যভূমিতে শ্রদ্ধা জানালেন এমপি মৃণাল কান্তি দাস
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ ডিসেম্বর, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন ১৪ ডিসেম্বর। বাংলাদেশ স্বাধীনের দু’দিন আগেই পরিকল্পিতভাবে সারাদেশে বুদ্ধিজীবী হত্যা করে পাকিস্তানী হানাদাররা। এটিই ছিল ১৯৭১ সালে হানাদারদের শেষ আঘাত।

যথাযথ মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) মুন্সিগঞ্জ শহরের সরকারি হরগঙ্গা কলেজের বধ্যভূমির স্মৃতিসৌধে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

একইসাথে অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার শপথ পাঠ করান এমপি মৃণাল কান্তি দাস।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন, জেলা পরিষদের সদস্য আরিফুর রহমান, গোলাম রসুল সিরাজী রোমান, শহর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মকবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক আপন দাস, পৌর কাউন্সিলর নার্গিস আক্তার, পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাহিদ হাসান, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরীফ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন, সদর থানা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক হুমাইয়ারা আক্তার রিমা, মিরকাদিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ আওয়ামী লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

error: দুঃখিত!