সারাদেশের মত ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ভাসছে মুন্সিগঞ্জবাসী। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে শহরের মূল কেন্দ্রে বিশালাকারের অাধুনিক স্ক্রিন।
খেলা শুরু হওয়ার ১৫-২০ মিনিট অাগেই সুপারমার্কেট চত্বর থাকে ফুটবল প্রেমীদের দখলে।
বোম ফাটিয়ে, অাতশ দিয়ে যে যেভাবে খুশি প্রিয় মুহুর্তগুলো স্মরণ করে রাখতে সর্বোচ্চ চেষ্টাটাই করেন। প্রিয় দলের প্রতি নিজের সমর্থন ছড়িয়ে দিতে জার্সি পরে দাড়িয়ে পরেন একসাথে কয়েক হাজার মানুষ।
এদের একেকজন এক এক পেশার, এক এক বয়সী বা এক এক মতের হলেও নির্বিঘ্নে খেলা উপভোগ করেন সবাই একসাথে।
মুন্সিগঞ্জ পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় এখানে খেলা দেখেন পৌরসভার মেয়র সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।
সর্বশেষ গতকাল ব্রাজিল বনাম মেক্সিকোর খেলায় বিপুল পরিমাণ লোকসমাগম দেখা যায়। শহরের বাইরে থেকেও বিভিন্ন জায়গার লোকজন খেলা উপভোগ করে এখানে।