বাংলাদেশের চলচ্চিত্র তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের দীর্ঘদিন ধরে গোপন রাখা বিয়ে ও সন্তানের খবর নাটকীয়ভাবে প্রকাশ পায় সোমবার। কিন্তু কেন বিয়ের ঘটনা গোপন রাখতে চান তারকারা?
বিনোদন সাংবাদিক দাউদ হোসেন রনি বলছেন, এটা পুরনো একটা রীতি বা রেওয়াজ।
বাংলাদেশে এফডিসি ঘরানার চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালকদের একটা ‘মাইন্ডসেট’ আছে, যে তারকারা বিয়ে করলে তাদের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে।
দর্শকেরা আর তাদের পর্দায় পছন্দ করবেন না।
সেকারণেই তারকারা বিয়ের ঘটনা লুকিয়ে রাখেন।
টেলিভিশন অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান তাদের ছেলের নাম আব্রাহাম খান জয়
সোমবার বেসরকারি একটি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকারে বিয়ে ও সন্তানের খবর জনসমক্ষে প্রকাশ করেন অপু বিশ্বাস।
তিনি জানান, ২০০৮ সালে তাদের বিয়ে হয়। কিন্তু শাকিবের ক্যারিয়ারের কথা বিবেচনা ঐ বিয়ের খবরটি সে সময় গোপন রাখা হয়।
প্রায় নয় বছর পর এই সম্পর্কের কথা প্রকাশ করার সময় অপু বিশ্বাস বলেন, তিনি শাকিবের ভালো চিন্তা করে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তাহলে এখন কেন প্রকাশ করা হলো এ ঘটনা?
মি. হোসেন বলছেন, শাকিব খান ও অপু বিশ্বাস প্রায় দেড়শো সিনেমার জুটি।
তিস্তা নিয়
উপমহাদেশের সিনেমা জগতে চালু রীতি হচ্ছে, জনপ্রিয় জুটি বিয়ে করে ফেললে, সাধারণত বিয়ের পর তারা জুটি বদল করেন, অর্থাৎ দুইজনই ভিন্ন নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেন।
কিন্তু এক্ষেত্রে তা হয়নি। কারণ শাকিব খান অপু বিশ্বাস ছাড়াও অন্য নায়িকার সাথে অভিনয় করেছেন। কিন্তু অপু বিশ্বাস শাকিব খান ছাড়া কারো সঙ্গে অভিনয় করেননি।
টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে অপু বিশ্বাস
সেটিও গতকালের ঘটনার পেছনে একটি কারণ হতে পারে বলে মি. হোসেন মনে করেন।
কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে এ ধরণের ঘটনা কি এবারই প্রথম ঘটল?
মি. হোসেন বলছেন, বাচ্চা নিয়ে টেলিভিশনে লাইভ অনুষ্ঠানে হাজির হবার ঘটনা প্রথম হলেও, বিয়ে লুকিয়ে রাখার ঘটনা প্রথম নয়।
এর আগে অনন্ত জলিল ও বর্ষার বিয়ের ঘটনা কিছুটা এরকমই ছিল। শাকিল খান ও পপির বিয়ের ঘটনাও প্রকাশ হয়েছিল।
তবে, মি. হোসেন বলছেন বিয়ে লুকিয়ে রাখা বা গোপন রাখার চলতি রীতিটি ভুল প্রমাণিত হয়েছে।
প্রয়াত অভিনেতা সালমান শাহ বিয়ে করেছিলেন। সেটা সবাই জানত, কিন্তু তুমুল জনপ্রিয় ছিলেন তিনি।
আবার যখন মৌসুমী ও ওমর সানি বিয়ে করেছিলেন, মৌসুমীর ক্যারিয়ারে কোন সমস্যা হয়নি।