২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:২৫
বিপিএল ফুটবলে মুন্সিগঞ্জের মাঠে বসুন্ধরা কিংসের জয়
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি, ২০২২, স্পোর্টস ডেস্ক (আমার বিক্রমপুর)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে উত্তর বারিধারাকে ১-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

২৭তম মিনিটে কাউন্টার আক্রমণে বসনিয়ান ফরোয়ার্ড স্তইয়ান ভ্রানিয়াসের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। ডান দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের দারুন ক্রসে তৌহিদুল আলম সবুজের মাথায় ছুয়ে দূরের পোস্টে চলে যায় বল, সেখানে বাম পা বাড়িয়ে আলতো টোকায় লক্ষ্যভেদ করে এই বসনিয়ান ফরোয়ার্ড।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভ্রানিয়াসের এটিই প্রথম গোল। গোল করার ঠিক আগে আক্রমণে উঠেছিল উত্তর বারিধারার অধিনায়ক আরিফ। তবে দুর্দান্ত ব্লকে বল কেড়ে নেন বিশ্বনাথ ঘোষ, এরপরেই কাউন্টার আক্রমণে গোলের দেখা পায় অস্কার ব্রুজোনের শিষ্যরা।

গত মৌসুমে ১৩ দলের মাঝে পয়েন্ট টেবিলের ১১তম স্থানে থাকা উত্তর বারিধারার বিপক্ষে দুই খেলায় কিংসরা জিতেছিল যথাক্রমে ২-০ ও ৬-০ গোলে। তবে এবারের প্রথম খেলায় বসুন্ধরার হয়ে একমাত্র গোলটি করেন ভ্রানিয়াস।

error: দুঃখিত!