মুন্সিগঞ্জ, ২৬ মে ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের রামপালে দেড় শতাধিক মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে জীবন জীবনের জন্য ফাউন্ডেশন।
গতকাল শনিবার ইউনিয়নের তিনসিড়ি এলাকার ঈদগাহ মাঠে এই আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা জীবন মাদবর বলেন, ‘রক্তের অভাবে যেন কোন মা-বোনের প্রাণহানি না হয়। তাছাড়া শুধু রক্তদান নয় বন্যায় প্লাবিত মানুষের পাশে দাড়ানো, অসহায় পথশিশুদের পাশে দাড়ানো সহ বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত থাকতে চাই আমরা।’
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সাত্তার মুন্সী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন মুন্সিগঞ্জের জেলা সমন্বয়ক এডভোকেট মাহমুদ হাসান, টংগিবাড়ি সেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি নাজমুল হাসান, যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেট আরাফাত রায়হান সাকিব, বিক্রমপুর রক্তদান সংস্থার সেচ্ছাসেবী মারুফ শেখ, বছিরণ নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম, মো. মুস্তাফিজুর রহমান।
এছাড়া সংগঠনটির সিনিয়র সেচ্ছাসেবী মো. রণ তূর্য, সদস্য মো. রানা, রিফাত শেখ, মো. তামিম, শহীদুল ইসলাম, তিশা আক্তার, সাঞ্জনা, মুনিয়া,ইসমাইল হোসেন লিমন, কাজী সাব্বির, মো. জুমন কবির, মো. ফয়সাল, মো. শুভ শেখ, মো. সাজ্জাত, পাবেল হাসান, স্বাধীন আহাম্মেদ, মো. বিজয় শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।