মুন্সিগঞ্জ, ৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে রোড শো করায় মুন্সিগঞ্জ ১ আসনে সোনালী আঁশ প্রতীকের তৃণমূল বিএনপির প্রার্থী অন্তরা সেলিমা হুদাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, বিধি ভেঙে নির্বাচনী এলাকায় বিভিন্ন যানবাহন নিয়ে রোড শো বের করেন অন্তরা সেলিমা হুদা। পরে সিরাজদিখানের ছাতিয়ানতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অন্তরার কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।