১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৯:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
বিদ্যুৎহীন মুন্সিগঞ্জ, চরম দুর্ভোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে সকাল থেকেই মুন্সিগঞ্জ সদরসহ জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সর্বশেষ রাত ৮টা’র পর বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি আরও বিপর্যয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নাগরিকরা।

বিদ্যুৎ না থাকায় অনেকের মোবাইল ফোন বন্ধ হয়ে গেছে। অনেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভট্টাচার্য্যের বাগ এলাকার জাহাঙ্গির ঢালী জানান, সকাল ৬টা থেকে বিদ্যুৎ নেই। এই এলাকার ঢালীবাড়ি থেকে সিকদারবাড়ি পর্যন্ত যে ট্রান্সমিটারে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেটি জ্বলে গেছে। বিদ্যুৎ অফিসে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।

এদিকে সন্ধ্যা ৭টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের খালইস্ট এলাকার হুমায়ুন কবিরের বাসায় বিদ্যুৎয়ের মিটারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস আসে। তবে এর আগেই আগুন নিভে যায়। এরপর থেকে মূলত জেলা শহর পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়ে।

মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রবল বাতাসের কারণে জেলা শহরসহ জেলার বিভিন্ন এলাকায় গাছপালার ডাল-পাল ভেঙে পড়েছে। অন্যদিকে অব্যাহত বৃষ্টিপাতের কারণে বিদ্যুৎ এর ফেসে সমস্যা হচ্ছে। অনেক এলাকায় ট্রান্সমিটার জ্বলে গেছে। এসব কারণে বাধ্য হয়েই বিদ্যু সরবরাহ বন্ধ রাখতে হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড় পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে সব এলাকায় বিদ্যু সরবরাহ স্বাভাবিক হবে। এই মুহুর্তে সবাইকে ধৈর্য্য ধরতে হবে।

error: দুঃখিত!