মুন্সিগঞ্জ, ১৯ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
‘আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকুক না কেন তাদের শিকড় সহ উপরে ফেলা হবে। অবৈধভাবে দেশের অর্থপাচার ছাড়াও, কানাডার বেগম পাড়ায় যাদের বাড়িঘর হয়েছে সেটিও খতিয়ে দেখেছে আওয়ামী লীগ। সেখানে সরকারি কর্মকর্তারাই সবচেয়ে বেশি এগিয়ে। ফলে দেশের অর্থ দেশে ফিরিয়ে আনতে সে যেই হোক না কেন দুর্নীতির সাথে জড়িতদের ব্যাপারে আগামীতে কঠোর পদক্ষেপে যাবে সরকার।’- এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম।
এসময় বিএনপি-জামায়াত পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে বিশ্বের কাছে বাঙালি জাতিকে লজ্জিত করেছে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল শনিবার রাতে মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হওয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন নাছিম।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক, আফজালুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম রাজা।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজী ওয়াহিদ, আওয়ামী লীগের সভাপতি হাফিজ আল আসাদ, সাধারণ সম্পাদক আহসান কবির হাওলাদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সালমা হাই টুনি, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু প্রমুখ।