মুন্সিগঞ্জ, ১৭ ডিসেম্বর, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শুক্রবার প্রথম প্রহরে বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন মৃধা, শফিকুল ইসলাম মামুন, সুখেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন মোদক, শাহ আলম খান, যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন, হাসিম আলী আমিন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমাস হোসেন, যুবলীগ নেতা সুমন শিকদার, শামীম হোসেন, জুয়েল লস্কর প্রমূখ।