মুন্সিগঞ্জ, ৪ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে আলোচিত এভিজেএম স্কুলের শিক্ষার্থী জেসি মাহমুদ হত্যা মামলার পলাতক প্রধান আসামি বিজয় রহমানকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে ঢাকার ওয়ারী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে কাল রোববার সকাল সাড়ে ১১টা’র দিকে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্রিফিং শেষে তাকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
প্রেমের বিরোধ নিয়ে দ্বন্দ্বের জেরে চলতি বছরের ৩ জানুয়ারি শহরের কোটগাও এলাকায় মুন্সিগঞ্জ শহর ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য আরিফুর রহমানের ছেলে বিজয় রহমান (২২) ও তার গার্লফ্রেন্ড পঞ্চসার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদ হাসানের মেয়ে আদিবা আক্তার (১৯) এর হাতে স্কুলছাত্রী জেসি খুন হন। বিজয় রহমানের সাথে নিহত জেসিরও প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি বিজয়ের অপর গার্লফ্রেন্ড আদিবা জানলে তাদের মধ্যে ত্রিমুখী দ্বন্দের সৃষ্টি হয়।
ঘটনার দিন তারা সিদ্ধান্ত নেয় বিজয়ের বাসায় এ নিয়ে ফয়সালা করার। পরে তারা ৩ জন একসাথে বিজয়ের বাসার ৫ম তলার ছাদে মিলিত হয়। সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে আদিবা ও বিজয় উভয়ই জেসিকে শরীরের বিভিন্ন অংশে কিল-ঘুষি মেরে জখম করে। ধস্তাধস্তির একপর্যায়ে বিজয় জেসির গলা চেপে ধরলে ঘটনাস্থলেই মেয়েটি অচেতন হয়ে পড়লে বিজয় স্থানীয় আরও কয়েকজনের সহায়তায় জেসিকে হাসপাতালে নিয়ে আসে। এবং পরিকল্পিতভাবে ডাক্তারকে জানায় সে ছাদ থেকে পড়ে গেছে। এরমধ্যেই জেসি মারা যায়।
৫ জানুয়ারি এ ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানায় নিহতের বড় ভাই শাহরিয়ার জিদান বাদী হয়ে বিজয়কে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১-২ জন উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ঐদিন দুপুরেই পুলিশ বিজয় রহমানের কথিত গার্লফ্রেন্ড আদিবা আক্তারকে গ্রেপ্তার করে।
পরে সন্ধ্যায় মুন্সিগঞ্জ সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় ঘটনার বর্ণনা তুলে ধরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আদিবা।
নিহত জেসি মাহমুদ (১৭) মুন্সিগঞ্জ পৌরসভার মধ্য কোর্টগাও এলাকার সৌদি আরব প্রবাসী সেলিম মাহমুদের মেয়ে। সে আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. গার্লস হাই স্কুলের এসএসসি বর্ষের শিক্ষার্থী ছিলো।