১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৪৪
Search
Close this search box.
Search
Close this search box.
‘বিক্রমপুর রক্তদান সংস্থা’র বর্ষপূর্তি পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ সেপ্টেম্বর, ২০২০, জাহাঙ্গীর আলম চমক (আমার বিক্রমপুর)

বিক্রমপুর রক্তদান সংস্থার প্রথম বর্ষ উপলক্ষে সিরাজদিখানে কেক কাটা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিক্রমপুর রক্তদান সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতিসংঘের সাবেক কর্মকর্তা নজরুল ইসলাম, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, বিডি ক্লিন মুন্সিগঞ্জ সমন্বয়ক অনিক পাল পার্থ, সহকারী সমন্বয়ক মোঃ আল আমিন, ডা. দেবব্রত ঘোষ সমীর, এডভোকেট সানজিদা রহমান শেলী।

এছাড়া বিক্রমপুর রক্তদান সংস্থার সদস্যদের মধ্যে রয়েছে শুভঙ্কর কুন্ডু, মাহমুদ হাসান, মিথিলা, মো. শাহাদাত সরকার, অজান্তা রায়, উজ্জ্বল, সবুজ, মারুফ, আল-আমিন, সোহাগ, নয়ন, লিম, দিপু প্রমুখ।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সিরাজদিখান প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদাতাদের ক্রেস্ট প্রদান করা হয় । 

error: দুঃখিত!