মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, নাজমুল আহমেদ শাওন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়িতে টংগিবাড়ী সরকারি কলেজে টংগিবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্টের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) কলেজ মাঠ প্রাঙ্গণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে ১০টি স্টল হরেক রকম পিঠা নিয়ে অংশগ্রহণ করে ও তাদের মধ্যে ‘ঘরোয়া পিঠা’ কে বিজয়ী ঘোষণা করা হয়। ২য় স্থান অধিকার করে ‘গ্রাম্য পিঠা’ ও ৩য় স্থান অধিকার করে ‘পৌষ পার্বণের পিঠা’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাজাহান গাজী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আয়নাল হোসেন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টংগিবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা ফাহাদ মোল্লা। অন্তর হোসেন মোল্লা, নাজমুল শেখ, রিফাত ইসলাম, মলি আক্তার সহ যুব রেড ক্রিসেন্টের সদস্যরা।