মুন্সিগঞ্জ, ২৯ সেপ্টেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকায় সমাবেশ পণ্ডের অভিযোগে রোববার সকাল-সন্ধ্যা বিএনপি-জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে মুন্সিগঞ্জ জেলা সদরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস অনুসারীরা।
রোববার সকাল ১০টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র সুপারমার্কেট চত্বরে অঙ্কুরিত যুদ্ধ ১৯৭১ ভাস্কর্যের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একইস্থানে এসে মিলিত হয়। পরে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, পৌর কাউন্সিলর মকবুল হোসেন, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান শরিফ, জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা শাখার আহবায়ক আবুল কাশেম, জেলা তরুণ লীগের সাবেক সভাপতি মিদুল দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আই এইচ শান্তনুর, সাবেক কাউন্সিলর দর্পণ হোসেন, যুব মহিলা লীগ নেত্রী জিয়াসমিন আক্তার প্রমুখ।