মুন্সিগঞ্জ, ৯ জুন ২০২৩, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাবার লাশ নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এমদাদ হোসেন শাওন (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৯ জুন) ভোর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বাউশিয়া পাখির মোড় ফরাজীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় নিহত এমদাদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত দেলোয়ার হোসেনের ছেলে।
এ ঘটনায় অপর আহতরা হলেন, একই গ্রামের দুলাল মিয়ার স্ত্রী কাজল (৩৫), শাহাবুদ্দিনের স্ত্রী রত্না বেগম (৪০) ও মাইক্রোবাসের চালক বরিশালের উজিরপুর উপজেলার মফিজ মিয়ার ছেলে আল আমিন (২৮)।
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীনে মারা যান এমদাদ হোসেন শাওনের বাবা দেলোয়ার হোসেন। তার লাশ অ্যাম্বুলেন্সযোগে বাড়ি নিয়ে যাচ্ছিলো ছেলে এমদাদ হোসেন শাওনসহ পরিবারের সদস্যরা। এ সময় তারা অপর একটি মাইক্রোবাসে করে অ্যাম্বুলেন্সের পেছনে পেছনে গ্রামের বাড়ি মিয়াপুর যাচ্ছিলেন।
মাইক্রোবাসটি গজারিয়া উপজেলায় আসলে অজ্ঞাতনামা দ্রুত গতির অপর একটি গাড়ি পেছন থেকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই মারা যান এমদাদ হোসেন শাওন।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক এএসএম রাশেদুল ইসলাম জানান, মাইক্রোবাসটির চালক আলামিনসহ অপর তিনজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। সকালে এমদাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।