মুন্সিগঞ্জ, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি এলাকার রংধনু সিএনজি পাম্পের বিপরীত দিকে বাগানের ভেতর দুটি অবৈধ কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। কারখানা দুইটিতে প্রতিবছর আনুমানিক আড়াই কোটি টাকার সরকারি গ্যাস ব্যবহার করা হতো বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।
অভিযান সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বাগানের ভেতর অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দুটি কারখানা দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। মহাসড়কের সামনে আনোয়ারা বেগম কফি হাউসের সাইনবোর্ড লাগানো থাকলেও বাগানের ভেতর একটি ঢালাই কারখানা ও একটি চুন তৈরির কারখানা ছিল। ঝোপ জঙ্গল থাকায় স্থানীয় লোকজনের সেরকম আনাগোনা ছিল না এই এলাকায়। সম্প্রতি তিতাস গ্যাস কতৃপক্ষ স্থানীয়দের কাছ থেকে কারখানা দুটির সন্ধান পান। অভিযানে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুটি কারখানায় প্রতিবছর আনুমানিক আড়াই কোটি টাকার সরকারি গ্যাস চুরি করা হতো বলে তাদের ধারণা। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। তিতাস কর্তৃপক্ষের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক-শ্রমিকরা কৌশলে পালিয়ে যান।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম, মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান, সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।