রমযানে ইফতারে বাইরের খাবারের প্রতি সবারই বিশেষ অাকর্ষণ রয়েছে। তারপরে খাবারটা যদি হয় মানসম্পন্ন তাহলে তো কথাই নেই। খাবারের পাশাপাশি সুন্দর একটি পরিবেশ অাপনার মুডকে নিমিষেই কনভার্ট করতে পারবে।
মুন্সিগঞ্জের জনপ্রিয় একটি রেষ্টুরেন্ট ফুডজোন। রমযানে ইফতারে বিশেষ প্যাকেজ এনেছে তারা।
মুন্সিগঞ্জের সিপাহীপাড়ায় অবস্থিত ফুডজোনে ইফতারে ৩টি প্যাকেজ রয়েছে।
১১০ টাকায় রেগুলার ইফতার প্লাটার রয়েছে।
যেখানে থাকবে-
১. খেজুর- ৩ পিস
২. অাপেল- ২পিস
৩. মাল্টা- ২পিস
৪. অাঙ্গুর- ৪ পিস
৫. চিকেন ফ্রাই বল- ২ পিস
৬. শসা- ২ পিস
৭. পানি/ড্রিংকস (২৫০ মিলি)
৮. স্পেশাল লেবু পানি- ১গ্লাস
২৩০ টাকায় রয়েছে সিলভার ইফতার প্লাটার। এটাতে পাবেন- ১. কাশ্মীরি ভূনা খিচুরি উইথ চিকেন
২. বেগুন ভাজা
৩. অামের অাচার
৪. বোরহানি- ১ গ্লাস
২৮০ টাকায় পাওয়া যাবে ইফতার প্লাটার ‘গোল্ড’। এই প্যাকেজে থাকছে- ১. ফ্রাইড রাইস
২. স্পাইসি চিকেন- ১পিস
৩. চিকেন মাসালা- ৩পিস
৪. মিক্সড ভেজিটেবল
৫. গার্লিক সস
৬. অাইসক্রিম
৭. স্পেশাল লেবু পানি- ১গ্লাস
নান্দনিক ও মুন্সিগঞ্জের সবচেয়ে অাধুনিক ইন্টেরিয়রের এই রেষ্টুরেন্টে ইফতার সারতে হলে অাপনাকে যেতে হবে ইফতারের অন্তত ৩০ মিনিট অাগে।