১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | সকাল ১০:৪৩
Search
Close this search box.
Search
Close this search box.
বাংলাবাজার ও শিলইয়ে ওকাপের গণসচেতসতামূলক পথনাটক
খবরটি শেয়ার করুন:

মঙ্গলবার (৯ অক্টোবর) সদর উপজেলার বাংলাবাজার বাজার ও শিলই ইউনিয়নের বাজারে নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে জনসচেতনতামূলক পথনাটক করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রো্গ্রাম-ওকাপ।

০৬ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১১ অক্টোবর পর্যন্ত সদর উপজেলার মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, পঞ্চসার ইউনিয়ন, রামপাল ইউনিয়ন, বজ্রযোগিনী ইউনিয়ন, মহাকালী ইউনিয়ন, চরকেওয়ার ইউনিয়ন, মোল্লাকান্দি, আধারা, বাংলাবাজার এবং শিলই ইউনিয়নের জনবহুল স্থানে তাদের এই জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।

বাংলাদেশে যে কয়টি স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ অভিবাসনের উপর কাজ করে তার মধ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রো্গ্রাম-ওকাপ অন্যতম। মুন্সিগঞ্জ সদর ছাড়াও বাংলাদেশের আরও ৪টি জেলায় কাজ করে ওকাপ। আর মুন্সিগঞ্জে কাজ করে যাচ্ছে ২০১০ থেকে।

পথনাটকের নির্দেশনা দিচ্ছেন ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ই্উজিন ম্রং ও মাঠ সংগঠক তাইজুল ইসলাম শিহাব।

error: দুঃখিত!