৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সকাল ৯:৫৭
Search
Close this search box.
Search
Close this search box.
বাংলাদেশ থেকে প্রথমবারের মত নৌপথে ঝুট গেল ভারতে
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ আগস্ট, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

বাংলাদেশের প্রথমবারের মত গার্মেন্টসের অব্যবহৃত কটন কাপড়-ঝুট রপ্তানি করার জন্য  ভারতের উদ্দ্যেশ্যে ছেড়ে গেছে জাহাজ।

আজ শনিবার বেলা পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীর পশ্চিম মুক্তারপুর সামিট অ্যালায়েন্স বন্দর থেতে জাহাজ ইয়া রাজ্জাক ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায়।

১১১টন ঝুটবাহী জাহাজটি  ভারতের আসাম রাজ্যের ধুবরী বন্দরে যাবে। ৬৫০ কিলোমিটার দূরত্বের গন্তব্যে পৌছাতে সময় লাগবে ৬থেকে ৭দিন। এতে করে প্রথমবারের মত বাংলাদেশের সাথে ভারতের জুট রপ্তানি কার্যক্রম শুরু হল।

বিআইডাব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিগত সময় খালি জাহাজ ভারতে গিয়ে আমদানি পণ্য নিয়ে দেশে ফিরতো। তবে এটি প্রথমবারের মত নৌপথে রপ্তানি পন্য ঝুট নিয়ে ভারত যাচ্ছে।

প্রথম চালানে ১১১টন জুট রপ্তানি করা হচ্ছে। এমনভাবে রপ্তানি করা গেলে বছরে ১লাখ মেট্রিকটন ঝুট পণ্য বিদেশে রপ্তানির পরিকল্পনা তৈরি হয়েছে। যার বিপরীতে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা অর্জন করার সুযোগ তৈরি হচ্ছে।

মোক্তার হোসেন টেড্রার্স নামের একটি প্রতিষ্ঠান এসব পণ্য ভারতে রপ্তানি করছে।

error: দুঃখিত!