মুন্সিগঞ্জ, ১৪ মে, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) দুইজন গবেষক সম্প্রতি দেশের জেলাগুলোর দারিদ্র্যের মাত্রা নিয়ে এক গবেষণা চালান।
যুক্তরাজ্যভিত্তিক ইউনিভার্সিটি অব বাথের গবেষকদের সঙ্গে যৌথভাবে পরিচালিত এ গবেষণার ফলাফল ‘এক্সট্রিম পভার্টি: দ্য চ্যালেঞ্জেস অব ইনক্লুশন ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে প্রকাশ হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়-ব্যয় জরিপের তথ্যের ভিত্তিতে করা গবেষকদের নিজস্ব হিসাবে উঠে এসেছে।
মুন্সিগঞ্জে দারিদ্র্যের হার ৩ দশমিক ১ শতাংশ। যা সারাদেশে জেলা তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে। আর প্রথম অবস্থানে আছে পাশের জেলা নারায়ণগঞ্জ, এখানে দারিদ্র্যের হার এখন ২ দশমিক ৬ শতাংশ, যা সারা দেশে সর্বনিম্ন।
এছাড়া সবচেয়ে কম দারিদ্র্যের হারসংবলিত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে মাদারীপুর ৩ দশমিক ৭ শতাংশ, গাজীপুর ৬ দশমিক ৯ শতাংশ ও ফরিদপুর ৭ দশমিক ৭ শতাংশ। গবেষকদের অন্যতম বিআইডিএসের সিনিয়র রিসার্চ ফেলো ড. জুলফিকার আলী।
সাংবাদিকদের তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি, যেসব এলাকায় শিল্পায়ন হয়েছে বেশি, সেগুলোয় দারিদ্র্যের হার কম। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ব্যবসা-বাণিজ্যের বড় একটি জায়গা। এ এলাকায় যারা সচ্ছল তারা তো রয়েছেনই। আবার কর্মজীবী-শ্রমিকদেরও কর্মসংস্থানের সুযোগ আছে অনেক। তুলনামূলক অসচ্ছল হলেও দেখা যাচ্ছে, তাদের যে আয় হচ্ছে তাতে তারা দারিদ্র্যসীমার ওপরেই থাকছেন।
এদিকে, মুন্সিগঞ্জে দিন দিন গড়ে উঠছে শিল্প কারখানা। সরকারি বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প এ জেলায় বাস্তবায়ন হচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরি নির্মাণ হচ্ছে। যা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্ব বহন করছে।