যান্ত্রিক জীবনের ক্লান্তি মেটাতে, আমি স্বেচ্ছায় নির্বাসন চাই!
অর্থলোভী মানুষের ভিড়ে টিকে থাকা মোর দায়, সব কিছুকে পিছু হাটিয়ে স্বেচ্ছায় নির্বাসন চাই!
মুক্তজীবনে মুক্ত পাখির মত, আমিও উড়তে চাই।
সব ছেড়ে দিয়ে, আমি তাই স্বেচ্ছায় নির্বাসন চাই।
মূল্যবোধ আজ বন্দী খাঁচায়, আমি যে নিরুপায়।
স্বেচ্ছায় নির্বাসন, আমি স্বেচ্ছায় নির্বাসন চাই।
প্রতিবাদীরাও শেকল পড়ানো প্রতিবাদ করাও দায়।
স্বেচ্ছায় নির্বাসন নেয়া ছাড়া কি আছে উপায়?
শিল্পের সাথে শিল্পীর যুদ্ধ, এটা কি মেনে নেয়া যায়।
স্বেচ্ছায় নির্বাসন, আমি স্বেচ্ছায় নির্বাসন চাই!
আমার লক্ষ্যে আমি হাটছি, নতুন ভাবনা নিয়ে।
গোছাবো কিছু রঙিন সুর, মনে মাধুর্য দিয়ে।
ফিরবো কিছু গোছানো ছন্দ ঝুলি ভরা ভালোবাসা নিয়ে,
সেই স্বপ্ন নিয়ে তাকিয়ে আছি সূর্যস্নাত ভোরের দিকে চেয়ে।
যান্ত্রিক জীবনের ক্লান্তি মেটাতে, আমি সেচ্ছায় নির্বাসন চাই!