২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ২:১৬
বর্ষন মোহাম্মদ এর কবিতা ‘বরফে গুপ্তধন’
খবরটি শেয়ার করুন:

বরফের গুপ্তধনের খোজে,

জাহাজীর সব নাবিকেরা,

বরফ খুড়ে বরফ খুড়ে বের হলো নাকি, গুপ্তধন।

নাবিকেদের হাসি ঘটনা সত্যি নাকি?

ঘটনা যে সত্য বেড়ুলো গুপ্তগর্ত,

সিন্দুক বেশ ভাড়ী, ভুড়ি ভুড়ি স্বর্ন আর মুদ্রা নাকি?

হা বলছে তো তাই উল্লাসে ওয়াইনের গন্ধে,

মাতাল সরাই খানা।

যে যত খাও চালিয়ে যাও,

নেশার ঘোরে নতুন দিনের স্বপ্ন সাজাও।

কিন্তু বলতে চাই, এটা চুরির জিনিস ভাই,

বলিনা তো তাই, এতে অপরাধ নাই..!

চাইনা চলে যাক সরকারী হাতে,

নাবিকদের হাত পুর্নই থাক।

বাচার জন্য তাই,

তাদের অর্থের যোগান এটাই।

সবিনয়ে বলতে চাই,

সন্ত্রাস যাও, নাবিকেরা শোন, চলো মোরা যাই, সংসার গোছাই,

সমাপ্তি বলে শেষ কথাটাই, ছোট এ অন্যায় মাফ করবে কি স্রষ্টায় ?

error: দুঃখিত!