৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৯:২৮
Search
Close this search box.
Search
Close this search box.
বন্ধুদের সাথে আলদির মাঠা খেয়ে ফেরার পথে প্রাণ গেছে যুবকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৬ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ভোর সকালে মুন্সিগঞ্জের আলদিতে বন্ধুদের নিয়ে মাঠা খেয়ে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক মো. শাহ আলমের (২৩) প্রাণ গেছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিপাহীপাড়া-দিঘীরপাড় সড়কের মদিনাবাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম নারায়ণগঞ্জের বন্দর এলাকার ইয়াছিনের ছেলে। দেড় বছর আগে তিনি বিয়ে করেন। তার ৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী শুভ (২২)। তাঁকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিবার সূত্রে জানা যায়, সকালে নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আলদিবাজারে দুইটি মোটরসাইকেলে করে মাঠা খেতে যায় বন্ধুরা। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাহ আলম ও তার পেছনে আরোহী ছিলেন শুভ। মাঠা খেয়ে ফেরার পথে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার সংলগ্ন ডাকাততলা নামক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে শাহআলমের মোটরসাইকেলটি। এতে চালক-আরোহী দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়লে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!