মুন্সিগঞ্জ, ২৬ জুলাই, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলামের নির্বাচনী প্রচারণার শেষ দিনে অংশ নিলেন জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।
গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের বজ্রযোগিণী বাজারে নৌকা প্রার্থীর প্রচারণার উঠান বৈঠকে জেলার প্রায় অর্ধশতাধিক সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উঠান বৈঠকে জেলা আওয়ামী লীগ নেতারা বলেন, ভাল মানুষ, যোগ্য মানুষ মো. সিরাজুল ইসলাম। আওয়ামী লীগ তাকে (সিরাজুল ইসলামকে) বঙ্গবন্ধুর নৌকা দিয়েছেন। বজ্রযোগিনী ইউনিয়নের জনগণকে সেবা দেওয়ার জন্য। আপনারা তাকে নৌকা মার্কায় ভোট দিন।
তারা বলেন, এই ইউনিয়ন পরিষদে বিএনপি সমর্থিত চেয়ারম্যান যে ছিলেন সে কখনো ইউনিয়নের উন্নয়ন করেননি। সুশাসন প্রতিষ্ঠিত করেননি। মানুষের আকাঙ্খা পুরণ করতে পারেননি। তারা ইউনিয়নে সন্ত্রাস ও নৈরাজ্য চালিয়েছে। আপনারা এই উপনির্বাচনে নৌকা প্রতীকে যোগ্য প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজকে ভোট দিন। এলাকার উন্নয়ন হবে। মানুষের আকাঙ্খা পুরণ হবে। নৌকা হচ্ছে উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।
এসময় আরও বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল কবীর মাস্টার, চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, বজ্রযোগিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিন হোসেন, বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনিরুজ্জামান নান্নু, বেতকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান রিগান, সোনারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়াত হোসেন লিটন মাঝি প্রমূখ।