মুন্সিগঞ্জ, ২৯ জুন, ২০২২, রাব্বি হোসেন (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে গতকাল মঙ্গলবার মনোনয়ন দাখিলের শেষ দিনে ৬ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করতে মনোনয়ন জমা দিয়েছেন।
এরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. শাহিন মুন্সি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাত্রাপাড়া এলাকার মো. হাসান, মো. সুজন রামশিং এলাকার আবু সিদ্দিক ও মো. মামুন বেপারী।
তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই বুধবার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো গতকাল ২৮ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ০৭ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই বুধবার।
নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, সদর উপজেলা নির্বাচন অফিসার বদর উদ—দোজা ভূইয়া।
উল্লেখ্য, গত ৬মে বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সি অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে পদটি শূণ্য হয়ে পরে।