মুন্সিগঞ্জ, ২৭ জুন, ২০২২, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মো. সিরাজুল ইসলাম।
এলাকায় পরিচিত না হলেও তিনি ঢাকার বাদামতলীর ফল ব্যবসায়ী। সাম্প্রতিক সময়ে ত্রাণ বিতরণ করে আলোচনায় আসেন তিনি।
গেল রোববার বিকাল ৩ টায় গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ১টি উপজেলা, ৩ টি পৌরসভা ও ২৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করে আওয়ামী লীগ।
সেসময় মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে মো. সিরাজুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়।
নৌকা প্রতীক নিয়ে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দীতা করবেন।
তফসিল অনুযায়ী, আগামী ২৭ জুলাই বুধবার বজ্রযোগিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ০৭ জুলাই এবং ভোটগ্রহণ ২৭ জুলাই বুধবার।
নির্বাচনে রিটার্নি অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন, সদর উপজেলা নির্বাচন অফিসার বদর উদ-দোজা ভূইয়া।
উল্লেখ্য, গত ৬মে বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া মুন্সি অসুস্থতাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর থেকে পদটি শূণ্য হয়ে পরে।