২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:৫৬
‘বঙ্গবন্ধু হত্যার পরে যারা কাপুরুষতা, ভীরুতার পরিচয় দিয়েছে ইতিহাস তাদের ক্ষমা করবে না’
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘ইতিহাস বড় নির্মম-নিষ্ঠুর। যারা ১৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত বঙ্গবন্ধুকে কদমবুচি করতেন তারা পর্যন্ত নরঘাতক খন্দকার মোশতাকের মন্ত্রী পরিষদে শপথ নিলেন। খুনি জিয়াউর রহমানের কাছে আত্মসমর্পণ করলেন। বঙ্গবন্ধুর মরদেহটি গোসল করালেন না, কাফন পরালেন না. দাফন পর্যন্ত তারা দিলেন না। এই হচ্ছে আমাদের জাতীগত বিপর্যয়।’- এসব কথা বলেছেন মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।

গতকাল (১০ জানুয়ারি) বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রর্ত্যাবর্তন দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা সদরের সুপারমার্কেট কৃষি ব্যাংক চত্বরের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।

মৃণাল কান্তি দাস আরও বলেন, ‘আজ হোক আর কাল হোক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি অনেকগুলোর ফাসি হয়েছে। কিন্তু যারা কাপুরুষতার পরিচয় দিয়েছে, ভীরুতার পরিচয় দিয়েছে ইতিহাস তাদের ক্ষমা করবে না।’

তিনি বলেন, ‘আমি আপনাদের কাছে আহবান জানাবো, বঙ্গবন্ধু সারাজীবন বাংলার মানুষের ভালোবাসার কাঙাল ছিলেন। আপনারাও পেশি শক্তি দেখাবেন না। অস্ত্র শক্তি দেখাবেন না। অর্থ শক্তি দেখাবেন না। ক্ষমতার বাহাদুরি দেখাবেন না। মানুষের ভালোবাসার কাঙাল যেমন ছিলেন বঙ্গবন্ধু তেমন দেশরত্ম শেখ হাসিনা। আপনারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী, বারবার মানুষের ঘড়ে ঘড়ে যাবেন। তাদেরকে আওয়ামী লীগের পতাকাতলে সমবেত করবেন। দূর্বলের উপর অত্যাচার করবেন না। বাহাদুরি দেখাবেন না। তাদেরকে বন্ধু হিসাবে শীড়দাড়া উ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।

error: দুঃখিত!