মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪৪ বছরে পদার্পন ও ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও আলোচনা সভা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদ হলরুমে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্ত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন হাওলাদার।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়ন শাখার সভাপতি কমল কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুমন মিয়া ও সাধারণ সম্পাদক বাবু চৌধুরী।
এছাড়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইছাপুরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জুলহাস শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি এম আর তালুকদার বাবু, প্রচার সম্পাদক মো. ইলিয়াস সরদার, চলচ্চিত্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর লিটু প্রমুখ।