মুন্সিগঞ্জ, ১০ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু মহাসড়কের ঢাকামুখী সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে রাত্রি আক্তার (২২) নামে একজন নিহত হয়েছেন। এসময় গাড়িটির চালক গুরুতর আহত হন।
শনিবার সকাল ৭ টা ৪০ মিনিটের দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ওমপাড়া এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে সড়ক বিভাজনে গিয়ে ছিটকে পরলে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় গাড়িতে থাকা যাত্রী রাত্রি আক্তার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।