মুন্সিগঞ্জ, ৯ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে) মুন্সিগঞ্জের সিরাজদিখানে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ইব্রাহিম (৩৫) নামের এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কাভার্ডভ্যানে থাকা আরও ২ জন।
মঙ্গলবার (৯ মে) ভোর ৫ টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ঢাকা-মাওয়া মহাসড়কের বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ওভারপাসে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিমের বাড়ী ভোলা জেলায়। আহত দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোল্লা জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানকে ঢাকাগামী অপর একটি পণ্যবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানটি উল্টে যায়। এ সময় কাভার্ডভ্যানের চালক ঘটনাস্থলেই মারা যান। অভিযুক্ত ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।