মুন্সিগঞ্জ, ২৪ এপ্রিল ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে) রামেরখোলা এলাকায় ঢাকামুখী ওভারপাসের নিচ থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সোয়া আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রামেরখোলা এলাকার আমিন গ্রুপ সিটির সামনে ঢাকা গামী ফ্লাইওভারের নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি মিজানুল হক এসব তথ্য জানান। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা যাবে।