মুন্সিগঞ্জ, ১৫ আগস্ট, ২০২২, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পৃথকভাবে ৩ স্থানে সড়ক দুর্ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন।
আজ সোমবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের পদ্মা সেতু উত্তর থানার সামনে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাইক চালক ঢাকার উত্তরার বাসিন্দা আল-আমিন (৩০) ও আরোহী শিশির রহমান (২৯) আহত হন।
অপরদিকে বিকাল ৪ টার দিকে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমাষপুর এলাকায় ঢাকাগামী একটি মোটরসাইকেল ও সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্রীনগর ছনবাড়ি আল-মদিনা মসজিদের সামনে ঢাকাগামী আরো একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন আহত হন।
খবর পেয়ে সমাষপুর থেকে বাইক চালক মাগুরা এলাকার সুকান্ত (৩৩) ও ছনবাড়ি এলাকা থেকে ঢাকা বংশালের মো. আরিফ (২০) ও আরিয়ানকে (১৭) ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহফুজ রিবেন জানান, পৃথক দুর্ঘটনায় মোট ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নিলয় জানান, আহতদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকী ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।