মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান বলেছেন, ছাত্রছাত্রীদের বঙ্গবন্ধু সম্পর্কে সঠিক জ্ঞান দিতে হবে, এর বিকল্প নেই।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনিছুজ্জামান আরও বলেন, আমাদের বক্তব্য হয়তোবা শিক্ষার্থীরা এভাবে নেবে না যতটা আপনারা শিখাইতে পারবেন, বঙ্গবন্ধু কে ছিলেন, দেশের জন্য তার কি অবদান, ভাষা আন্দোলনে তার কি অবদান, মহান মুক্তিযুদ্ধে যার এক আহবানে কোটি বাঙালী এক হয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো। কেন তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বলা হয়! কেন সে আমাদের জাতির পিতা। এসব বিষয়ে সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার আহবান জানান তিনি।
আনিছুজ্জামান বলেন, আপনারা কোন মিথ্যা কথা বলবেন না। যা সত্য তাই বলবেন, আমার মনে হয় বঙ্গবন্ধু সম্পর্কে এই প্রজন্ম সত্যিটা জানতে পারলে বাংলাদেশের জন্মলগ্ন সম্পর্কে সঠিক ইতিহাস জানতে পারবে।