মুন্সিগঞ্জ, ৬ নভেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা:) এর প্রতি অবমাননাকর চিত্র পদর্শনীর প্রতিবাদে মুন্সিগঞ্জে হাজার হাজার লোকের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ শেষে আয়োজকরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামায শেষে মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জ থেকে হাজার হাজার মুসল্লিরা বিক্ষোভ করতে করতে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় এসে জড়ো হন। অল্প সময়ের মধ্যেই পুরো মুক্তারপুর ফেরিঘাট এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। পরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিক্ষোভ শেষ হয়।
সেখানে বিক্ষোভকারীরা ফ্রান্স সরকারের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রঁ এর প্রতি ঘৃণা প্রদর্শন করে ফ্রান্স বয়কটের ঘোষনার পুনরাব্যক্ত করেন তারা।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মুক্তারপুর ফেরিঘাট জামে মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, কওমি শিক্ষা বোর্ডের মুন্সিগঞ্জ জেলার সভাপতি মুফতি নেছার আহাম্মেদ কাসিমি, গোসাইবাগ জামে মসজিদের খতিব মুফতি মো. ফয়জুল্লাহ, মুফতি আবুল হাসান, খতিব মুফতি মাহাবুবুর রহমান, খতিব মুফতি ইনামুল হাসান, মুফতি সিদ্দিকুর রহমান, মুফতি আল আমিন।