সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে কারো নাম ও ছবি ব্যবহার করে অশ্লীল পেজ চালালে বা আপত্তিকর কিছু পাঠিয়ে উত্যক্ত করলে অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাংলাদেশের ফেসবুক পেজ বিটিআরসি অপারেট করে জানিয়ে প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আইনের আওতায় আনা হবে তিনদিনের মধ্যে।
ফোন করে অভিযোগ জানানো যাবে +৮৮০২৯৬১১১১১ নম্বরে। এছাড়া btrc@btrc.gov.bd এই ঠিকানায় ইমেইলের মাধ্যমেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে ।