ট্রেন্ডি গয়না খুঁজতে জুতোর শুকতলা ক্ষয়ে যায় অনেকেরই৷ তাও যেন মন মত গয়না মেলে না৷ যদি বা গয়না জোটে দাম শুনে হাত গোটাতে হয়৷ কিন্তু নিজেকে আর পাঁচ জনের থেকে আলাদা করতে দরকার অভিনব নিত্যনতুন গয়না৷ আপনার জামা জুতোর সঙ্গে কতোটা আধুনিক গয়না দরকার সেটা আপনিই বুঝবেন৷ কিন্তু আর তার জন্য দোকানে ঘোরার দরকার নেই৷ নিজের গয়না নিজেই বাড়িতে বানিয়ে ফেলুন৷ তাও আবার ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে৷ আপনাকে নিউ লুক দেবে আপনারই হাতে তৈরি হার, দুল, ব্রেস্টলেট, জুতো৷
তার দিয়ে হার
সার্কিটের মোটা তার অনেক সময় বাড়িতে পড়ে থাকে৷ সেই তারে পোস্টার কালার দিয়ে নিজের পছন্দের রঙ করে নিন৷ তার পরে সেগুলিকে এক আঙুলের মধ্যে ঢুকিয়ে গোল করে পেঁচিয়ে নিন৷ কিছুটা গোল করে কেটে নিয়ে মাথাটিকে পেঁচিয়ে দিন৷ এইভাবে কয়েকটি গোল করুন এবং কয়েকটি শুধু এস তৈরি করুন৷ এবার এস এবং গোলগুলির একটিকে আরেকটির মধ্যে ঢুকিয়ে দিন৷ তাহলেই তৈরি আপনার ট্রেন্ডি তারের হার৷
কয়েন দিয়ে দুল
আপনার পুরনো কয়েনের কালেকশন থাকলে তার থেকে দুটো কয়েন নিয়ে তৈরি করে ফেলুন কয়েনের দুল৷ কয়েনের মাথার দিকে একটি ফুটো করুন৷ এর জন্য ড্রিলার বা গরম শক্ত ছোট রড ব্যবহার করতে পারেন৷ এবার অন্য পুরনো দুলের পুথির সঙ্গে মানানসই করে অথবা শুধু কানের ফুটোয় ঢোকানোর স্টিকটিকে খুলে কয়েনের ওই ফুটোতে লাগিয়ে দিতে পারেন৷ একেবারে ট্রেন্ডি এই দুল আপনি জিনসে টপের সঙ্গে পরতেই পারেন৷
কাগজের দুল
পাতলা পিজবোর্ডের উপরে পছন্দের কাগজ আঠা দিয়ে মুড়ে দিন৷ এরপরে সেটিকে গোল এবং ডিমের আকৃতি তৈরি করুন৷ এবার সরু সুঁচে সূতো দিয়ে ফলের মতো আকারে সেলাই করে নিন৷ এরপরে যেকোনও একটি পাপড়ির মধ্যে পুরোন কানের দুলের উপরের অংশ লাগিয়ে দিন৷ তাহলেই তৈরি আপনার কাগজের দুল৷
জিনস দিয়ে ব্রেস্টলেট
পুরনো জিনসকে কয়েকটি নিজের হাতের মাপ মতো টুকরো করে কেটে নিন৷ এবার তার উপরে নিজের মনের মতো পুথি দিয়ে বা স্টোন দিয়ে এবং সুতো দিয়ে সেলাই করুন৷ এবার টুকরোগুলির একপ্রান্তে একটি বোতাম এবং আরেকটি দিকে একটি বোতামঘর তৈরি করুন৷ এরপরে হাতে পরে নিন আপনার তৈরি ব্রেস্টলেট৷
বোতাম দিয়ে নেকপিস
পুরোন জামার বেশ কয়েকটি বোতাম নিন৷ এবার একটি চেনের মধ্যে গেঁথে দিন৷ তাহলেই রেডি আপনার নেকপিস৷
লুডোর ছক্কা দিয়ে কানের দুল
লুডোর ছক্কার উপরে আঠা দিয়ে একটি স্টিক লাগিয়ে দিন৷ আর কিছুই করতে হবে না আপনার লুডোর ছক্কা দিয়ে কানের দুল তৈরি করতে৷
সিডি দিয়ে জুতো
প্রথমে কয়েকটি সিডি বিভিন্ন আকৃতিতে কেটে নিন৷ এরপরে পুরনো জুতোর উপরে আঠা দিয়ে লাগিয়ে দিলেই আপনার পুরনো জুতোর নয়া লুক রেডি৷
চাবি দিয়ে হার
একটি পুরনো চাবিকে নানাভাবে আপনার পুরনো হারের লকেটের সঙ্গে জুড়ে তৈরি করতে পারেন নতুন নেকপিস৷