নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জ সদর উপজেলা’র মিরকাদিম পৌরসভা’র মেয়র শহিদুল ইসলাম শাহীন আনুষ্ঠানিকভাবে জেলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ এর হাতে ফুল দিয়ে ও ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগ দিয়েছেন।
আজ ১৩আগষ্ট বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরে অবস্থিত জেলা পরিষদে প্রশাসক মহিউদ্দিন আহমেদ এর কার্যালয়ে ২০-৩০জন নেতাকর্মী নিয়ে গিয়ে তিনি আওয়ামীলীগে যোগ দেন।
এর আগে মেয়র শাহীন বিভিন্ন সময়ে আওয়ামীলীগ দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে তার ব্যাক্তিগত কর্মসূচিতে বিভিন্নভাবে সুযোগ-সুবিধা নিয়েছেন। তবে কখনো তিনি সরাসরি আওয়ামীলীগের দলীয় কোন কর্মসূচিতে যোগ দেননি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাবেক হুইপ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি , জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিন ভূইয়া আফছূ, মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি মাখন।