১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | ভোর ৫:২০
ফুটবলে ‘সবুজ’ কার্ড!
খবরটি শেয়ার করুন:

কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছিল ফুটবল ম্যাচে লাল এবং হলুদ কার্ডের পাশাপাশি সবুজ কার্ড ব্যাবহার হতে যাচ্ছে। তবে এবার আসলেই সবুজ কার্ডের প্রচলন শুরু হতে যাচ্ছে। শাস্তির পরিবর্তে কোন প্লেয়ার যদি ঐ ম্যাচে প্রশংসার দাবীদার হয় তাহলে তাকে সবুজ কার্ড প্রদর্শন করা হবে বলে জানা গেছে।

ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) এই ব্যাপারে পর্যালোচনা করছে। তবে এখনো তারা কোনোরুপ সিদ্ধান্তে আসেনি। আপাতত পরীক্ষামূলকভাবে এই সপ্তাহেই ইতালিয়ান বি লিগে সবুজ কার্ড ব্যবহার চালু করা হবে বলে জানিয়েছে উয়েফা।

সবুজ কার্ড প্রসঙ্গে ইতালিয়ান সংবাদমাধ্যম ‘লা স্টাম্পা’ প্রতিবেদন লেখে, নতুন সবুজ কার্ড শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে ব্যবহার করা হবে। এবং অবশ্যই শাস্তির পরিবর্তে প্রশংসার জন্য ব্যবহার করা হবে। .

সূত্রঃ ফুটবল ডেইলি