৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সন্ধ্যা ৭:০৫
ফিলিস্তিনে গণহ.ত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে জামায়াতের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

‘ফিলিস্তিনে যুদ্ধ বিরতী লংঘন করে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে’ বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগ বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকাল ৫টায় জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারীর নেতৃত্বে  শহরের কৃষি ব্যাংক সংলগ্ন জেলা জামায়াতের কার্যালয়ে হতে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।

পরে এটি শহরের সুপার মার্কেট থেকে মুন্সিগঞ্জ প্রেসক্লাব হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজি, জেলা কর্মপরিষদ সদস্য খিদির আব্দুস ছালাম, মাওলানা এ কে এম  ইউসুফ, সদর উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ নুরুল আমিন সিকদার, মুন্সিগঞ্জ পৌরসভার আমির এইচ এম বায়েজীদ, মিরকাদিম পৌরসভার আমির মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, সিরাজদিখান উপজেলার আমির মো. কবির হোসেন, গজারিয়া উপজেলার আমির মাওলানা নুরে আলম, টংগিবাড়ী উপজেলার আমির মাওলানা মুহাম্মদ আব্দুল বারী, পদ্মা উত্তর থানার আমির মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামি ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি মো. আল আমিন প্রমুখ।

error: দুঃখিত!