১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১০:৩৩
Search
Close this search box.
Search
Close this search box.
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মুক্তারপুরে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১ মে) ফিলিস্তিনের গাজা উপত্যকায় ও আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে মুক্তারপুর ফেরিঘাট সংলগ্ন মুক্তারপুর বায়তুল ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে অংশ নিয়ে একাত্মতা ঘোষণা করেন, পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা।

তিনি বলেন, ইসরায়েল একটি অবৈধ রাস্ট্র। তাদের হামলার প্রতিবাদে সমস্ত মুসলিম জাতিকে এক হতে হবে। বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষেই আছে। মানবতাকে প্রাধান্য দিয়ে বিশ্বের অন্যান্যকে দেশকে ফিলিস্তিনের পাশে দাড়ানো উচিত।

এসময় বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার মানুষের সাথে মানববন্ধনে প্ল্যকার্ড হাতে অংশ নেয় শিশুরাও।

মানববন্ধনে আরও অংশ নেন, নাজমুল আহমেদ শাওন, রিফাত, ইয়ামিন, আল-আমিন, জীবন, ফাহিম, সাখাওয়াত, আকাশ, কালাম ও অন্যান্য এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।

error: দুঃখিত!